গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

বিশ্ব ২০ এপ্র ২০২৫

গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর:

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস কর্তৃক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর গাজায় অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, “ইসরায়েলের জয় না হওয়া পর্যন্ত অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।” খবর আল জাজিরা ও রয়টার্স। শনিবার (১৯ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, “যুদ্ধের জন্য যখন চরম মূল্য দিতে হচ্ছে, তখন আমাদের বিকল্প নেই। সেনাবাহিনীকে গাজায় হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছি।” এদিকে, গত ২৪ ঘণ্টায় গাজায় বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু শনিবারের হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান সহিংসতায় এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং লক্ষাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এএফপি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত গাজার প্রায় ১৮৫ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে, যা উপত্যকার মোট ভূখণ্ডের প্রায় ৫০ শতাংশ। ইসরায়েল গাজার ভেতরে তিনটি করিডর—ফিলাডেলফি, মোরাগ ও নেতজারিম—স্থাপন করেছে, যা গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে। এসব অঞ্চলকে 'নিরাপত্তা এলাকা' হিসেবে চিহ্নিত করছে ইসরায়েল।

ট্যাগ