গভীর রাতে বেঁদেপল্লিতে যুবককে পিটিয়ে হত্যা:

অপরাধ ৩ এপ্র ২০২৫

গভীর রাতে বেঁদেপল্লিতে যুবককে পিটিয়ে হত্যা:

ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আবু তালেব (২৫) নামের এক যুবককে লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় ছবেদ আলী নামে আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার কাশিপুর বেঁদেপল্লিতে এ ঘটনা ঘটে। নিহত আবু তালেব কাশিপুর বেঁদেপল্লির মৃত আয়ুব হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, গেল রাত ৩টার দিকে কাশীপুর গ্রামের বেদেপল্লিতে আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে একই গ্রামের রুবেল হোসেন। এ সময় আবু তালেব বাইরে বের হওয়ামাত্রই প্রতিপক্ষ রুবেল লোহার রড় দিয়ে তাকে বেধড়ক পেটায় এবং লোহার সুচালো অংশ দিয়ে বুকে আঘাত করে। ওই সময় ঠেকাতে গেলে তালেব হোসেনের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করা হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রুবেলকে আটক করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেলকে আটক করা হয়েছে।

ট্যাগ