ঘুমিয়ে থাকা স্বামীকে গজারি কাঠ দিয়ে পিটিয়ে মারল স্ত্রী

অপরাধ ৫ এপ্র ২০২৫

ঘুমিয়ে থাকা স্বামীকে গজারি কাঠ দিয়ে পিটিয়ে মারল স্ত্রী:

ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার কালিয়ানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুয়েল শিকদার (৩৫) ওই এলাকার মজনু সিকদারের ছেলে। এই ঘটনায় জড়িত স্ত্রী তানিয়াকে (৩০) পুলিশ আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পূর্বের পারিবারিক বিরোধের জেরে শুক্রবার রাতে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মধ্যরাতে স্বামী জুয়েল ঘুমিয়ে পড়ে। এ সময় স্ত্রী তানিয়া গজারি কাঠের লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত করতে থাকে। স্বামীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জুয়েল শিকদারকে রক্তাক্ত অবস্থায় দেখে জুয়েলের পরিবারের অন্য সদস্যরা চিৎকার করলে এলাকাবাসী নারীকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, স্বামী হত্যার অভিযোগে তানিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ