হবিগঞ্জে বিরল প্রজাতীর লজ্জাবতী বানর উদ্ধার
হবিগঞ্জে বিরল প্রজাতীর লজ্জাবতী বানর উদ্ধার:
ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে একটি বিরল ও সংকটাপন্ন প্রজাতির লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে নালুয়া চা বাগানের এক চা শ্রমিকের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়। সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ সূত্রে জানা গেছে, সকালে বাগানের এক শ্রমিক বনের দিক থেকে আসা এই লজ্জাবতী বানরটি দেখতে পান। পরে তিনি কৌশলে প্রাণীটিকে ধরে নিজের বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে সাতছড়ি বন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বানরটি উদ্ধার করেন। উদ্ধার করা বানরটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর, অর্থাৎ এটি একটি পূর্ণবয়স্ক প্রাণী। নিশাচর এই প্রাণীটি ‘লাজুক বানর’ নামেও পরিচিত এবং এটি বাংলাদেশের ক্ষুদ্রতম বানর-জাতীয় প্রাণীদের অন্যতম। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, লজ্জাবতী বানর বা Nycticebus bengalensis আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (IUCN) কর্তৃক লাল তালিকাভুক্ত একটি সংকটাপন্ন প্রজাতি। সাধারণত এরা চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনে বসবাস করে এবং দিনের বেলায় গাছে গাছে লুকিয়ে থাকে। বন বিভাগ জানিয়েছে, উদ্ধারকৃত প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।