ঈদ আনন্দমেলার শেষ দিনে মানুষের ঢল, সময় বাড়ানোর দাবি

১ এপ্র ২০২৫

ঈদ আনন্দমেলার শেষ দিনে মানুষের ঢল, সময় বাড়ানোর দাবি:

ডেস্ক রিপোর্ট:

আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে ঈদ আনন্দমেলার শেষ দিনে মানুষের ঢল নেমেছে। মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। প্রত্যাশার থেকেও কয়েকগুণ বেশি বিক্রি হচ্ছে মেলার স্টলগুলোতে, যা মেলার সফলতা এবং উদ্যোক্তা ও ক্রেতাদের খুশি করেছে। মেলার সময় বাড়ানোর দাবিতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা এবং ক্রেতারা বলছেন, ঈদের সময় ঢাকায় যানজট না থাকায় মেলা জমে উঠেছে বেশ। তারা মনে করছেন, যদি মেলার সময় অন্তত এক সপ্তাহ করা যেতো তবে মানুষের আনন্দ আরও বাড়তো। এছাড়া মেলার আরও বিস্তৃত পরিসরের কথা বলছেন তারা। এদিকে, মেলায় ঘুরতে আসা শিশুরাও সময় বাড়ানোর দাবি জানিয়েছে, তারা আরো কিছু দিন আনন্দমেলায় সময় কাটানোর জন্য অপেক্ষা করছে বলে জানায়। ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, মেলা অত্যন্ত জমে উঠেছে এবং তাদের ব্যবসা ভালো চলছে। এক বিক্রেতা বলেন, ‘আমরা ভালো বিক্রি আশা করিনি। মেলার হওয়ায় আমরা খুশি।’ আর এক ক্রেতা বলেন, ‘এমন মেলা ঢাকায় খুব একটা দেখা যায় না। যদিও দাম একটু বেশি। তবে ঈদের সময় মেলার সময় যদি আরও বাড়ানো হতো, তবে আরও আনন্দ উপভোগ করতে পারতাম।’