ঈদে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্বামীর

৩১ মার্চ ২০২৫

ঈদে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্বামীর:

ডেস্ক রিপোর্ট:

ঈদে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক। সোমবার (৩১ মার্চ) দুপুরে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী মিম আক্তারও আহত হয়েছে। নিহত মহিউদ্দিন তুহিন ইন্দরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী মিম আক্তার মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পরে উপজেলার চন্ডিপুর ও ইন্দুরকানী সড়কের ফকির বাড়ি জামে মসজিদ এলাকায় সড়কের বাক ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন। ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রঞ্জন অধিকারী জানান সড়ক দুর্ঘটনায় যে রোগীকে আনা হয়েছিল হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, মহিউদ্দিন তুহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।