ঈদের ছুটিতে পর্যটকের ঢল, প্রস্তুত কক্সবাজার

১ এপ্র ২০২৫

ঈদের ছুটিতে পর্যটকের ঢল, প্রস্তুত কক্সবাজার:

ডেস্ক রিপোর্ট:

পুরো রমজানজুড়ে সুনসান নীরবতা থাকলেও ঈদুল ফিতরের ছুটিতে প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্রসৈকতে। ঈদের দিন (৩১ মার্চ) দুপুর থেকেই স্থানীয় পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে, আর মঙ্গলবার থেকে বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসতে শুরু করবেন। হোটেল-মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো ইতোমধ্যে অতিথিদের বরণ করে নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আশা, এবারের ঈদে দীর্ঘ ৯ দিনের ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম হবে। হোটেল-মোটেল মালিকদের তথ্য অনুযায়ী, গত বছর ঈদে প্রায় ১০ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছিলেন। এবারও ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৮০ শতাংশ কক্ষ আগেই বুক হয়ে গেছে। মেরিন ড্রাইভ ও শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টে প্রায় ১ লাখ ৭০ হাজার পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনও প্রস্তুত রয়েছে। টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, সৈকত ও পর্যটনকেন্দ্রগুলোতে বাড়তি টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটকরা এসে যাতে ভালো সেবা পান এর জন্য পর্যটনসংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় অতিরিক্ত টাকা আদায় বন্ধ, অন্যান্য ক্ষেত্রে হয়রানি রোধ এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সৈকতে ও আশপাশের বিনোদনকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। কোনো অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।