ঈদের দিন কলকাতায় ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে মিছিল
ঈদের দিন কলকাতায় ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে মিছিল:
ডেস্ক রিপোর্ট:
আজ সোমবার (৩১ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে এদিন সকালে রাজ্যটির বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজে সামিল হন মুসলিমরা। আজ সকাল সাড়ে নয়টায় ঈদের সবচেয়ে বড় নামাজটি হয় কলকাতার রেড রোডে। এদিন ঈদের নামাজ শুরু হওয়ার আগেই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দাবি করে কলকাতায় এক সংহতি মিছিলে অংশ নেয় মুসল্লিরা। হাতে ব্যানার এবং স্লোগান তুলতে তুলতে একটি বিশাল মিছিল কলকাতার রেড রোডে প্রবেশ করে। প্রায় শতাধিক মুসল্লি ওই মিছিলে অংশ নেন। বড়দের পাশাপাশি অনেক বাচ্চারাও সেই মিছিলে শামিল হয়। মিছিলে অংশগ্রহণকারী শেখ আমির নামে এক মুসুল্লি জানান, ‘আজকে আমাদের খুশির দিন, আনন্দের দিন। কিন্তু ফিলিস্তিনে আমাদের ভাই-বোনেদের সাথে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি। ওরাও যাতে শান্তিতে থাকতে পারে। আমরা যেভাবে পরিবারের সাথে ঘরে ঈদ পালন করছি, ‘ঠিক সেভাবে ওরাও যেন পরিবারের সদস্যদের সাথে ঈদ পালন করতে পারে। আমি যেমন আমার বাচ্চাকে সাথে নিয়ে এসে নামাজ পড়রে এসেছে, ঠিক ওরাও যেমন এরকম করতে পারে। কিন্তু ওদের সাথে প্রচণ্ড অত্যাচার এবং জুলুম হচ্ছে। নিরপরাধ বাচ্চাদের হত্যা করা হচ্ছে এটা কি অপরাধ নয়? ইসরাইলের উচিত ওই বাচ্চাদের সাথে মানবিকতা আচরণ দেখানো। ইসরাইলের আক্রমণে যেসব বাচ্চারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সংহতি জানিয়ে আমরা আজ রাস্তায় নেমেছি।’ প্রায় লাখো মুসল্লি এই নামাজে অংশ নিয়েছিলেন। এছাড়াও নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস, ময়দান, খিদিরপুরসহ রাজ্যের অসংখ্য মসজিদে নামাজ আদায় করা হয়। নামাজ শেষেই একে অপরকে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।