ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ বিক্রিতে বাধ্য হতে পারেন জাকারবার্গ
ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ বিক্রিতে বাধ্য হতে পারেন জাকারবার্গ:
ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে নজরকাড়া এক অ্যান্টিট্রাস্ট মামলার বিচার শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে এই মামলার রায় অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করতে বাধ্য করা হতে পারে। ওয়াশিংটনে সোমবার শুরু হওয়া এই বিচার কার্যক্রমের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। তাদের অভিযোগ, ২০১২ সালে ইনস্টাগ্রাম ও ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে মেটা কার্যত প্রতিযোগিতা ধ্বংস করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এফটিসি-এর এই মামলাটি ট্রাম্প প্রশাসনের সময় শুরু হলেও বর্তমানেও এটি গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। মামলায় প্রমাণিত হলে জাকারবার্গকে দুটি জনপ্রিয় অ্যাপের মালিকানা ছেড়ে দিতে হতে পারে বলে জানিয়েছে বিবিসি। এর আগে মেটার পক্ষ থেকে জানানো হয়, তারা মামলায় জয়লাভ করবে বলে আত্মবিশ্বাসী। তবে ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, চলতি মাসের শেষ দিকে মেটা যেন বিচার এড়াতে পারে, সেই লক্ষ্যে জাকারবার্গ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, মেটা আদালতে যুক্তি দিতে পারে যে ইনস্টাগ্রাম অধিগ্রহণের পর প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা উন্নত সুবিধা পেয়েছেন। তবে ভ্যান্ডারবিল্ট ল স্কুলের অ্যান্টিট্রাস্ট অধ্যাপক রেবেকা অ্যালেনসওয়ার্থ মনে করেন, এফটিসি-এর দাবি হলো, মেটা ইচ্ছাকৃতভাবে প্রতিযোগিতার চাপ সরাতে ইনস্টাগ্রাম কিনেছে। এ মামলায় জাকারবার্গ ও ইনস্টাগ্রামের সাবেক পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ আদালতে সাক্ষ্য দেবেন বলে ধারণা করা হচ্ছে। মেটার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এফটিসি-এর মামলা বাস্তবতাকে অস্বীকার করে তৈরি হয়েছে। তারা যুক্তি দিয়েছে, টিকটক, ইউটিউব ও লিঙ্কডিন-এর মতো প্রতিদ্বন্দ্বীরা কার্যত মার্কেটের ভারসাম্য বজায় রাখছে। উল্লেখ্য, ২০২১ সালে ক্যাপিটল দাঙ্গার পর ট্রাম্পকে ফেসবুক থেকে নিষিদ্ধ করেছিল মেটা। তখন থেকেই জাকারবার্গ ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক শীতল ছিল। তবে বর্তমানে এই সম্পর্কে উষ্ণতা ফিরে এসেছে। এ বছরের শুরুতে ট্রাম্পের উদ্বোধনী ফান্ডে ১০ লাখ ডলার অনুদান দেয় মেটা এবং ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইটকে তাদের পরিচালনা পর্ষদে নিয়োগ দেয়।