ইসিতে বৈঠক শেষে যা জানালো জামায়াত
ইসিতে বৈঠক শেষে যা জানালো জামায়াত:
ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ছয় সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৯ এপ্রিল) দলটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের জন্য ভোটের সুযোগ থাকায় বাংলাদেশেও এমন ব্যবস্থা চালু করা উচিত। দলের প্রতিনিধি মতিউর রহমান আকন্দ জানান, আমরা কমিশনের সঙ্গে বিভিন্ন ভোটিং পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। তবে প্রক্সি ভোটিং পদ্ধতি নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে। তিনি আরও বলেন, দলীয়ভাবে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আগামী ১৫ মে’র মধ্যে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাবো। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরেই দাবি উঠে আসছে। নির্বাচন কমিশনও এ বিষয়ে পদ্ধতিগত সম্ভাব্যতা যাচাই করছে বলে জানা গেছে।