ইসলামী আন্দোলনকে পাশ কাটিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: রেজাউল করীম

রাজনীতি ১২ এপ্র ২০২৫

ইসলামী আন্দোলনকে পাশ কাটিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: রেজাউল করীম:

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাশ কাটিয়ে কারোরই কক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। ৫৩ বছর আমরা বহু তন্ত্রমন্ত্র দেখেছি। আর কোন তন্ত্রমন্ত্রে আমরা নিষ্পেষিত হতে চায় না। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেজাউল করীম বলেন, বহুতমার্কা দেখেছি এখন বাকি আছে শুধু ইসলামের শাসন দেখা। কারণ একমাত্র ইসলামের শাসনের মাধ্যমেই দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হালিমের সভাপতিত্বে তিনি আরও বলেন, আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে ক্ষমতার মস্তকে বসে বারবার আমাদেরকে প্রতারিত করেছে। আমাদের দেশের টাকা পাচার করেছে। নানা অনিয়ম অত্যাচার করেছে। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ শোয়াইব হোসেনসহ নেতৃবৃন্দ।

ট্যাগ