কাজাখস্তানকে উড়িয়ে শুভ সূচনা বাংলাদেশের
কাজাখস্তানকে উড়িয়ে শুভ সূচনা বাংলাদেশের:
ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ। আজ শুক্রবার বাংলাদেশ শুরু করেছে শিরোপা ধরে রাখার মিশন। টানা চারবারের চ্যাম্পিয়ন লাল-সবুজ জার্সিধারীরা কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নিজেদের প্রথম ম্যাচে। প্রথমার্ধে বাংলাদেশের চোখে চোখ রেখে খেলেছিল কাজাখস্তান। প্রথম কোয়ার্টার গোলশূন্য, প্রথমার্ধ ১-১ গোলে শেষ হবে একটু হলেও শঙ্কা তৈরি হয়েছিল পুস্কর খীসা মিমোদের। যদিও তৃতীয় কোয়ার্টারে ৩ গোল করে বাংলাদেশ নিজেদের দিকে ম্যাচটির ভাগ্য ঝুলিয়ে দিতে সক্ষম হয়। ৪-১ গোলে তৃতীয় কোয়ার্টার শেষ করে শেষ কোয়ার্টারে করে আরও এক গোল। ৫-১ ব্যবধানে জিতে বাংলাদেশ শুরু করে শিরোপা ধরে রাখার মিশন। বাংলাদেশের ৫ গোলের দুইটি করেছেন আশরাফুল ইসলাম। বাকি তিন গোল করেছেন নাইমুদ্দিন, রকিবুল ও সবুজ। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে আগামী রোববার ইন্দোনেশিয়ার বিপক্ষে। গতকাল গ্রুপের অন্যান্য ম্যাচে থাইল্যান্ড ২-১ গোলে ইন্দোনেশিয়াকে ও কাজাখস্তান ৩-২ গোলে হারায় শ্রীলঙ্কাকে।