কবে থেকে বাড়তে পারে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অধিদপ্তর

২ এপ্র ২০২৫

কবে থেকে বাড়তে পারে বৃষ্টিপাত, জানালো আবহাওয়া অধিদপ্তর:

ডেস্ক রিপোর্ট:

আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া বর্ধিত পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই পাঁচদিন পর বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। আজ বুধবার (২ এপ্রিল) আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া দেশের উত্তরাঞ্চলের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, রাজশাহী বিভাগসহ দিনাজপুর, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তারপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে। শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকেম বর্ধিত পাঁচদিনের পূর্বাভাস নিয়ে অধিদপ্তর জানিয়েছে, একাধিক বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি, বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ দিনের পর দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।