কেন আল্লু অর্জুনের নতুন ছবির নায়িকা হতে চাইলেন না প্রিয়াংকা?

বিনোদন ১০ এপ্র ২০২৫

কেন আল্লু অর্জুনের নতুন ছবির নায়িকা হতে চাইলেন না প্রিয়াংকা?:

ডেস্ক রিপোর্ট: আল্লু অর্জুনে-প্রিয়াংকা। ‘দেশি গার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া জোনাস। বলিউড থেকে হলিউডে পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন এই অভিনেত্রী। বহু মানুষেরই অনুপ্রেরণা এখন প্রিয়াংকা। হলিউডের শিখরে পৌঁছেও তার হৃদয়ে বলিউড। আর সেই দেশি আবেগেই এবার ‘দুরন্ত প্রত্যাবর্তনের’ পথে হাঁটলেন প্রিয়াংকা! গত কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন তুঙ্গে—বলিউডে ফিরছেন প্রিয়াংকা, তাও আবার রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন-অ্যাডভেঞ্চারে। বিপরীতে রয়েছেন মহেশ বাবু। আপাতত সেই ছবির ওয়ার্কিং টাইটেল ‘এসএসআরএমবি’। একইসঙ্গে শোনা যাচ্ছে, আরও একটি বিস্ফোরক সম্ভাবনার কথা— অ্যাটলি-আল্লু অর্জুন জুটির প্রজেক্ট ‘এএ২২’/‘এ৬’ ছিবিতে প্রধান নায়িকার প্রিয়াংকার নাম উঠে আসছে। বলিপাড়ার অলিতে গলিতে এ গুঞ্জনও শোনা যাচ্ছিল, এমন কোনও ছবির প্রস্তাব-ই নাকি প্রিয়াংকা দেওয়া হয়নি অ্যাটলির তরফে। বরং তিনি নাকি বিবেচনায় ছিলেন অ্যাটলির অন্য একটি প্রজেক্টে, যেখানে মুখ্যভূমিকায় ছিলেন সালমান খান! আপাতত সেটাও আর হচ্ছে না। ফলে, প্রিয়াংকাকে নাকি সরিয়ে দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যমের সূত্রের খবর, প্রিয়াংকাকে অ্যাটলি সত্যিই অফার করেছিলেন, কিন্তু তিনিই নিজে সেই প্রোজেক্টে ‘না’ বলেন। রাজামৌলির মেগা-ভেঞ্চারেই হাঁ করেছেন প্রিয়াংকা—আর সেখানেই শুরু হচ্ছে তার বলিউডের দ্বিতীয় ইনিংস! সূত্র বলছে, অ্যাটলির চিত্রনাট্য ও ছবি পরিকল্পনা খুব একটা আকর্ষণ করেনি 'পিগি চপস'কে। অন্যদিকে, রাজামৌলির ছবি তীব্রতর, বলিষ্ঠ, আর একেবারে হালিউডি মাত্রায় তৈরি হতে চলেছে। তার ওপর মাহেশ বাবুর সঙ্গে অনস্ক্রিন কম্বিনেশন - সবমিলিয়ে এই কোম্বতেই শেষমেশ মন মজেছিল প্রিয়াংকার। এদিকে প্রিয়াংকার ভক্ত অনুরাগীদের একটাই আপাতত একটাই প্রশ্নে-“কবে বলিউডে ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা করবেন প্রিয়াংকা? আর কবেই বা ফিরবেন হিন্দি ছবির পর্দায়, অপেক্ষায় দর্শকরা।

ট্যাগ