খাগড়াছড়িতে পাঁচ শিক্ষার্থী অপহরণ: উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান

অপরাধ ১৮ এপ্র ২০২৫

খাগড়াছড়িতে পাঁচ শিক্ষার্থী অপহরণ: উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান:

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে জেলা সদরের মধুপুর, পানখাইয়া পাড়া, চাবাই সড়ক ও নোয়াপাড়া এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম চলছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, "আমরা অপহৃতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে। অভিযান চলমান থাকবে।" অপহরণের শিকার শিক্ষার্থীরা হলেন—পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চবি শাখার সদস্য রিশন চাকমা এবং তার চার বন্ধু: চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, এবং প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা যায়, বুধবার সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এ ঘটনার পর খাগড়াছড়ি সদর থানায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা। এদিকে, জেএসএস সমর্থিত পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি নিপুন ত্রিপুরা এ অপহরণের জন্য ইউপিডিএফকে দায়ী করলেও, ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ অস্বীকার করেছেন। অপহৃত শিক্ষার্থীদের নিঃশর্ত ও নিরাপদ মুক্তির দাবিতে সরব হয়েছে পিসিপি, পাহাড়ি শিক্ষার্থীরা ও তাদের পরিবার-পরিজন।

ট্যাগ