খালেদা জিয়াকে নিয়ে লেখা বই তারেক রহমানের হাতে তুলে দিলেন রাজীব হাসান
খালেদা জিয়াকে নিয়ে লেখা বই তারেক রহমানের হাতে তুলে দিলেন রাজীব হাসান:
ডেস্ক রিপোর্ট:
কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডিজিটাল উদ্যোক্তা, সাংবাদিক ও লেখক রাজীব হাসানের লেখা "তথ্য প্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া" বই গতকাল শুক্রবার (২৮ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেয়া হয়েছে। অমর একুশে-২০২৫ গ্রন্থমেলায় বইটি প্রকাশিত হয়। বাংলাদেশে তথ্যপ্রযুক্তির ব্যাপক পরিচিতি ঘটে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত ধরে, তৎকালীন বিএনপি শাসনামলে। ‘ডিজিটাল বাংলাদেশ’-এর প্রাথমিক ও মূল কাজের ফাউন্ডেশন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপি আমলেই গড়ে ওঠা। ২০০১ সালে জোট সরকারের আমলে নানান পদক্ষেপ নেওয়া হয় তথ্যপ্রযুক্তির বিকাশে। সেই আমলে নেওয়া অনেকগুলো কর্মসূচির ধারাবাহিকতা পরবর্তীকালে রক্ষা করা হয়। এমন নানা তথ্যের সমাহার নিয়ে বই লিখেছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার রাজীব হাসান। ‘তথ্যপ্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া’ শিরোনামের বইটিতে খালেদা জিয়ার হাত ধরে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা সূত্রসহ বলা হয়েছে। বইটির ভূমিকা লিখেছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এটি রাজীব হাসানের প্রকাশিত তৃতীয় বই। বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার সন্তান রাজীব হাসান বর্তমানে সপরিবার ব্রিটেনে বসবাস করছেন। বইটি সম্পর্কে রাজীব হাসান বলেন, ডিজিটাল বাংলাদেশের সূচনা ঘটিয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। ইতিহাস থেকে সেসব বাদ দেওয়ার নানা প্রচেষ্টা আমরা দেখেছি। কিন্তু চাইলেই তো ইতিহাস বদলে দেওয়া যায় না। সমুদ্র মন্থনের পর হলেও ইতিহাসের সত্য উঠে আসে। এই বইয়ে সেই ইতিহাসের কিছু বিষয়ের ওপরে আলোকপাত করার চেষ্টা করেছি।
এ সময় আরেও উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ. কে. এম কামরুজ্জামান জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, লেখক ও সাংবাদিক ড. সালেহ শিবলী প্রমুখ।