খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর
খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর:
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মনোহরগঞ্জে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশুরা হলো- উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের হাশেম মাস্টারের বাড়ির মাঈন উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৪) এবং মহিন উদ্দিনের ছেলে মাহাদী (৩)। ওই শিশু দুজন আপন চাচাতো ভাই। স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে শিশু দুজন বাড়ির পাশে খেলা করছিল। দীর্ঘক্ষণ তাদের না দেখে স্বজনরা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা। তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুদের স্বজনরা জানান, খেলার ফাঁকে কোনো এক সময় সবার অলক্ষ্যে শিশুদ্বয় পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। ফলে তারা কূলে উঠতে না পেরে পানিতে ডুবে মারা যায়।