ক্রিকেট কিংবদন্তি জেমস অ্যান্ডারসন পাচ্ছেন নাইটহুড সম্মান

খেলা ১২ এপ্র ২০২৫

ক্রিকেট কিংবদন্তি জেমস অ্যান্ডারসন পাচ্ছেন নাইটহুড সম্মান:

ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে সফল পেসার জেমস অ্যান্ডারসনকে নাইটহুড সম্মানে ভূষিত করা হচ্ছে। ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সুপারিশে ব্রিটিশ রাজা এই সম্মাননা অনুমোদন করবেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। ৪২ বছর বয়সী এই তারকা গত গ্রীষ্মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। ১৮৮টি টেস্টে ৭০৪ উইকেট নিয়ে তিনিই ইতিহাসের সর্বোচ্চ উইকেটধারী পেসার। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেটে এখনো খেলছেন তিনি। ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন অ্যান্ডারসন, এরপর ২০০৩ সালে নামেন টেস্ট অঙ্গনে। তার দীর্ঘ ক্যারিয়ারে রয়েছে ১৯৪ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টিতে অংশগ্রহণ। প্রথম শ্রেণির ক্রিকেটে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ১,১১৪টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৫৮টি ও টি-টোয়েন্টিতে ৪১টি উইকেটের মালিক তিনি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড টম্পসন বলেন, “অ্যান্ডারসন ইংল্যান্ডের একজন কিংবদন্তি। তিনি ক্রিকেটকে যা দিয়েছেন, তার প্রাপ্য স্বীকৃতি হচ্ছে এই নাইটহুড।” এর আগে ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে স্যার উপাধিতে ভূষিত হয়েছেন অ্যান্ড্রু স্ট্রস, অ্যালিস্টার কুক, ইয়ান বোথাম, জিওফ বয়কট প্রমুখ। বিশ্ব ক্রিকেটে এই তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান, নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি এবং ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডসও। নাইটহুড পাওয়া ব্যক্তির নামের আগে ‘স্যার’ উপাধি যুক্ত হয়— এবং ক্রিকেটপ্রেমীদের কাছে এবার তিনি হবেন "স্যার জেমস অ্যান্ডারসন"।

ট্যাগ