ক্রসবার আটকে দিলো মেসিকে, পয়েন্ট খোয়ালো মায়ামি
ক্রসবার আটকে দিলো মেসিকে, পয়েন্ট খোয়ালো মায়ামি:
ডেস্ক রিপোর্ট: মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় ম্যাচে জয়শূন্য থাকলো ইন্টার মায়ামি। শিকাগো ফায়ারের বিপক্ষে তাদের মাঠে গোলশূন্য ড্র করেছে লিওনেল মেসির দল। যদিও ম্যাচ জয়ের মতো সুযোগ বারবার তৈরি করেছিলেন মেসি, তবে দিনটা ছিল না তার পক্ষে। আজ সোমবার (১৪ এপ্রিল) শিকাগোর সোলজার ফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মেসি। তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল লক্ষ্য করেছিলেন মেসি, কিন্তু শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্রাডির চমৎকার সেভে বঞ্চিত হন তিনি। পুরো ম্যাচজুড়েই মেসি ছিলেন সক্রিয়। ফ্রি–কিক থেকে দুটি অসাধারণ শট নেন তিনি, তবে দুটিই ফিরে আসে ক্রসবারে লেগে। প্রথমটি ৬৩ মিনিটে, গোলরক্ষকের আঙুলে লেগে বল ক্রসবারে লাগে। এরপর ৮৫ মিনিটে, ডান দিকের কর্নারের কাছাকাছি থেকে দুরূহ কোণ থেকে নেওয়া আরেকটি ফ্রি–কিকও একইভাবে প্রতিহত হয় ক্রসবারে। এ ম্যাচে রেকর্ডসংখ্যক ৬২ হাজার ৩৫৮ জন দর্শক ছিলেন মাঠে। কিন্তু এত দর্শকের সামনে গোলের দেখা না পাওয়াটা হতাশাজনকই ছিল মেসির জন্য। স্বাগতিক শিকাগোও অবশ্য বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিল, কিন্তু গোলের দেখা পায়নি তারাও। এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মায়ামি। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্র তাদের ঝুলিতে। তালিকার শীর্ষে থাকা কলম্বাস খেলেছে ৮ ম্যাচ, পেয়েছে ১৮ পয়েন্ট। ১৯ এপ্রিল রাতে এই কলম্বাসের বিপক্ষেই মাঠে নামবে মায়ামি, যেখানে জয় ছাড়া কিছু ভাবছে না তারা।