কুমিল্লার মহাসড়কে প্রাণ গেল ২ জনের
কুমিল্লার মহাসড়কে প্রাণ গেল ২ জনের:
ডেস্ক রিপোর্ট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির পুটিয়া নামকস্থানে ঢাকাগামী লেনে চাউল বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাভার্ড ভ্যানের চালক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দুদু মিয়ার ছেলে বেলাল হোসেন (৩০) ও অপরজন ট্রাকের হেলপার নোয়াখালীর সেনবাগ উপজেলার মোস্তফার ছেলে ইয়াকুব (৩৫)। জানা যায়, মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের গৌরীপুর হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কাওসিক আহাম্মেদ ও এসআই মনিরুল ইসলাম চৌধুরী জানান, গভীর রাতে মহাসড়কের পুটিয়া নামক স্থানে চাল বোঝাই ট্রাক ও প্লাস্টিকের ড্রাম বোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক ও ট্রাকের হেলপার নিহত হন এবং আরো দুজন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।