কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

২৮ মার্চ ২০২৫

কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের:

ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন মা ও মেয়ে। এ ঘটনায় প্রাণে বাঁচলেও মারাত্মক আহত হয়েছেন নিহত শিশুটির বাবা। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন ইতি খাতুন (৩০), আহনাফ ইব্রাহিম (৩)। তারা কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার বাসিন্দা। চৌরহাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তাকে রিলিজ করা হয়েছে। নিহতদের মরদেহ এখনো আনা হয়নি।