কুয়েট পরিস্থিতিতে কর্মসূচি ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

১৫ এপ্র ২০২৫

কুয়েট পরিস্থিতিতে কর্মসূচি ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের:

ডেস্ক রিপোর্ট: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর প্রশাসনের চলমান দমনমূলক আচরণে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। কুয়েট পরিস্থিতির প্রতিবাদে বুয়েটের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় মানববন্ধন ও প্রেস ব্রিফিং কর্মসূচি পালন করবেন। ২০ ব্যাচের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে শতাধিক আহত হয়। পরদিন শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলনে নামেন। সেদিনই বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজনীতি নিষিদ্ধ করে এবং একটি তদন্ত কমিটি গঠন করে। তবে একই রাতে অজ্ঞাতনামা ৪০০–৫০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে প্রশাসন। এরপর ২৫ ফেব্রুয়ারির জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। প্রায় দুই মাস পরও ক্যাম্পাস খুলে না দেওয়ায় শিক্ষার্থীরা ফের আন্দোলনে নামেন। ১৩ এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরদিন বিক্ষোভ মিছিলেও অংশ নেন শতাধিক শিক্ষার্থী। গতকাল সোমবার সন্ধ্যায় কুয়েটের ১০১তম সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। একইসঙ্গে ২ মে হল খোলার এবং ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম চালু করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।