লেভানডোভস্কির জোড়া গোলে ডর্টমুন্ডকে উড়িয়ে দিলো বার্সা
লেভানডোভস্কির জোড়া গোলে ডর্টমুন্ডকে উড়িয়ে দিলো বার্সা:
ডেস্ক রিপোর্ট: বরুসিয়া ডর্টমুন্ডকে কোনো পাত্তাই দিলো না শক্তিশালী বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মানদের ৪-০ গোলে উড়িয়ে দিল তারা। রবার্ট লেভানডোভস্কি তার পুরানো ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে কাতালানদের দাপুটে অবস্থানে রাখলেন। ট্রেবলের খোঁজে থাকা বার্সা প্রথম থেকে প্রবল প্রভাব ধরে রাখে। ২৫তম মিনিটে রাফিনহার স্ট্রাইকে লিড নেয় তারা। ডর্টমুন্ড কিপার গ্রেগর কোবেলের কয়েকটি সেভ প্রথমার্ধের বাকি সময়ে বার্সাকে হতাশ করে। বিরতির পর আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ বার্সা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে রাফিনহার অ্যাসিস্টে জাল কাঁপান লেভানডোভস্কি। ম্যাচের ৬৬তম মিনিটে বক্সের ভেতর থেকে ব্যবধান বাড়ান পোলিশ স্ট্রাইকার। বার্সার আরেকটি উড়ন্ত জয়ে ৭৭তম মিনিটে শেষ গোল করেন লামিনে ইয়ামাল। ২০১৯ সালের পর প্রথমবার সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে হ্যান্সি ফ্লিকের দল। এনিয়ে তারা অপরাজিত থাকলো ২৩ ম্যাচ। পাঁচবারের চ্যাম্পিয়নরা শেষবার ট্রফি উঁচিয়ে ধরেছিল ২০১৫ সালে। সেমিফাইনালে উঠলে তারা মুখোমুখি হবে ইন্টার মিলান কিংবা বায়ার্ন মিউনিখের। ম্যাচ শেষে চলতি মৌসুমে ৪০ গোল করা লেভানডোভস্কি বলেছেন, আমি মনে করি আমরা খুব ভালো খেলেছি। কিন্তু আমাদের হাতে আরও একটি ম্যাচ আছে। আমরা সবসময় আমাদের ফুটবল খেলতে চাই। সেখানেও (জার্মানি) আমরা তেমনই চাই এবং আমরাই জিতবো। ফ্লিক সতর্ক করলেন, কাজ এখনো বাকি। তিনি বললেন, কেউই জানে না কী হতে পারে, ফুটবল অদ্ভুত একটা খেলা। আজকের মতো খেলতে হবে আমাদের।