মাত্র ২০ কোটি বাজেটের যে ছবি আয় করে ২৮০ কোটি!

বিনোদন ১ মে ২০২৫

মাত্র ২০ কোটি বাজেটের যে ছবি আয় করে ২৮০ কোটি!:

ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে স্বয়ং বলিউডকেও ছাপিয়ে গেছে দক্ষিণ ভারতীয় সিনেমা। দক্ষিণি ইন্ড্রাস্ট্রি ধারাবাহিকভাবে দারুণ দারুণ সিনেমা উপহার দিচ্ছে। খুব অল্প বাজেটের সিনেমা যেমন বক্স অফিস কাপাচ্ছে, পাশাপাশি দর্শকদেরও মন জয় করছে। তেমনি একটি আলোচিত সিনেমা ‘মানজুমেল বয়েজ’। ২০২৪ সালে মুক্তি পেয়েছিলো ‘মানজুমেল বয়েজ’। চিদাম্বরম পরিচালিত এই মালয়ালম সিনেমা মাত্র ২০ কোটি বাজেটে তৈরি হয়। তবে বক্স অফিসে আয় করে প্রায় ২৮০ কোটি। মানজুমেল শহর থেকে কোড়াইকানালে ছুটি কাটাতে যায় একদল তরুণ। তখন তাদের মধ্যে একজন গুনা গুহায় আটকা পড়ে; গল্প মোড় নেয় অন্যদিকে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার আবেগ ছুঁয়ে গেছে দর্শককে, সে জন্যই বন্ধুত্ব নিয়ে নির্মিত ছবিটি এতটা সাফল্য পেয়েছে। আলোচিত এ সিনেমায় অভিনয় করেছেন সৌবিন শাহির, শ্রীনাথ ভাসি, বালু ভার্গিস, গণপতি এস পোডুভাল প্রমুখ।

ট্যাগ