মহাকাশ ভ্রমণে যাচ্ছেন ৬ নারী, আছেন মার্কিন পপতারকাও
মহাকাশ ভ্রমণে যাচ্ছেন ৬ নারী, আছেন মার্কিন পপতারকাও:
ডেস্ক রিপোর্ট: মহাকাশ ভ্রমণে যাচ্ছেন ছয় নারী। তাদের মধ্যে রয়েছেন মার্কিন পপতারকা কেটি পেরি। বিলিওনিয়ার জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি করা দ্য নিউ শেফার্ড রকেটে তারা মহাকাশের নিম্ন কক্ষপথ ভ্রমণ করবেন। মহাকাশ ভ্রমণের এ দলে আরও রয়েছেন জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ ও সিবিএসের উপস্থাপক গেইল কিং, রকেটবিজ্ঞানী আইশা বোয়ে, মানবাধিকারকর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। মহাকাশযানটি ক্রুদের নিয়ে ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) উচ্চতায় পৌঁছাবে। সেখানে মহাকাশচারীরা কয়েক মুহূর্তের জন্য ওজনশূন্যতার অভিজ্ঞতার মুখোমুখি হবেন। এছাড়া ক্যাপসুলের বড় জানালা দিয়ে পৃথিবীর দৃশ্যও উপভোগ করতে পারবেন তারা। যাত্রাটি হবে প্রায় ১১ মিনিটের। যাত্রা শেষে পশ্চিম টেক্সাসের মরুভূমিতে প্যারাসুটের সহায়তায় অবতরণ করবেন তারা। রকেটটি পশ্চিম টেক্সাস থেকে স্থানীয় সময় আজ সকাল সাড়ে ৮টায় পশ্চিম টেক্সাস থেকে উৎক্ষেপণ করবে। ক্যাটি পেরি সামাজিক মাধ্যমে বলেন, ছোট বেলায় কেউ যদি আমাকে বলত আমি এমন এক মহাকাশযাত্রার অংশ হবো, যে যাত্রায় সবাই হবে নারী, তাহলে আমি অবশ্যই তার কথা বিশ্বাস করতাম। যদিও ছোট বেলায় আমি খুব বেশি কিছুর মাঝে বড় হইনি, তারপরও আমি সবসময় অনেক আশা নিয়ে পৃথিবীকে দেখার ইচ্ছা করেছি। ব্লু অরিজিন জানিয়েছে, সর্বশেষ ৬০ বছরেরও বেশি সময় আগে সোভিয়েত আমলে রুশ নারী ভ্যালেন্তিনা তেরেশকোভা মহাকাশ ভ্রমণ করেছিলেন। এরপর এবারই শুধু নারী ক্রুদের নিয়ে মহাকাশে যাচ্ছে রকেটটি।