মিরাজের সেঞ্চুরিতে বড় কিছুর হাতছানি

খেলা ৩০ এপ্র ২০২৫

মিরাজের সেঞ্চুরিতে বড় কিছুর হাতছানি:

ডেস্ক রিপোর্ট: স্বাগতিক বাংলাদেশ দল যখন একেবারেই খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। ঠিক তখনই ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ সময় বিপর্যয় ছাড়াই কাটিয়ে দেন। তৃতীয় দিনে এসে দেখান প্রত্যয়। দারুণ ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিও তুলে নিয়েছেন। মিরাজের ব্যাটে চড়েই জিম্বাবুয়ের বিপক্ষে বড় লিডের পথে হাঁটছে টাইগাররা। আজ বুধবার (৩০ এপ্রিল) সাগরিকায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এখনো প্রথম ইনিংসে ব্যাটিং করছে টাইগাররা। ৩ উইকেট নিয়ে শুরু করা বাংলাদেশকে ২৯১ থেকে ৪৪০ রান পর্যন্ত টেনে এনেছেন মিরাজ। দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছেন অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব। তাতেই স্বাগতিকরা জমা করেছে ২১৩ রানের লিড। যদিও মাত্র ২.৪ ওভার খেলা হতেই বৃষ্টি নামে। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা। ভক্তদের জন্য সুসংবাদ- গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫-১৬ মিনিটের বৃষ্টির পর ফের খেলা শুরু হয়েছে। বৃষ্টি থামার পর যথারীতি ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ দলের দুই অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

উইকেটে মিরাজ ও তাইজুলের পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে লিড বাড়াচ্ছিলো বাংলাদেশ। ৬৩ রানের মাথায় এই জুটি ভেঙেছেন মাসেকেসা। তাইজুলকে উইকেটরক্ষক তাফাদজওয়া সিগার হাতের ক্যাচ বানান তিনি। ৩৪২ রানে ৮ উইকেটের পতন হয় বাংলাদেশের। ৪৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তাইজুল। উল্লেখ্য, এর আগে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় সফরকারী জিম্বাবুয়ে।

ট্যাগ