নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৫০

বিশ্ব ১৫ এপ্র ২০২৫

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৫০:

ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় মালভূমি রাজ্যে আবারও ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। রেড ক্রসের একটি সূত্রের বরাতে জানা যায়, রবিবার (স্থানীয় সময়) রাতে রাজ্যের বাসার জিকে ও কিমাকপা গ্রামে এই হামলা চালানো হয়। এই হামলার ঘটনাটি রাজ্যের রাজধানী জস শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। উল্লেখযোগ্যভাবে, মাত্র দুই সপ্তাহ আগেই রাজ্যের বোক্কোস এলাকায় একাধিক গ্রামে হামলা চালিয়ে ৪৮ জনকে হত্যা করেছিল দুর্বৃত্তরা। রেড ক্রসের এক কর্মকর্তা জানান, “আমাদের প্রাপ্ত তথ্যে ৪৭ জন নিহত হয়েছে, ২২ জন আহত অবস্থায় হাসপাতালে এবং পাঁচটি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।” জিকে গ্রামের এক বাসিন্দা ডরকাস জন বলেন, “আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। হঠাৎ করে হামলাকারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে আমাদের আটজন নিহত হন।” অন্যদিকে, কিমাকপা গ্রামের বাসিন্দা জন আদামু জানান, সেখানে অন্তত ৩৯ জনকে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয় বা হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মালভূমি রাজ্যটি নাইজেরিয়ার একটি ধর্মীয়ভাবে মিশ্র অঞ্চল, যেখানে মুসলিম ফুলানি রাখাল ও খ্রিস্টান কৃষকদের মধ্যে জমি ও সম্পদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল উপস্থিতি এবং বিচারের অভাব এসব সহিংসতা আরও তীব্র করে তুলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজ্যের তথ্য ও যোগাযোগ কমিশনার জয়েস র‌্যামনাপ বলেন, “এই ধারাবাহিক হামলা রাজ্যের শান্তিকামী মানুষদের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।” অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবুর প্রতি আহ্বান জানিয়েছে, যেন একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে নিরাপত্তা ব্যর্থতা খতিয়ে দেখা হয়। সংস্থাটির নাইজেরিয়া পরিচালক ইসা সানুসি বলেন, “এই রক্তপাত বন্ধ করতেই হবে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”

ট্যাগ