নাটোরে কওমি মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে কওমি মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার:
ডেস্ক রিপোর্ট: নাটোর শহরের একটি কওমি মাদ্রাসার টয়লেট থেকে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সিয়াম হোসেন। রোববার সকাল ৬টার দিকে কান্দিভিটুায়া এলাকার আল জামিয়াতুল নূরানিয়া কান্দিভিটা মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শিক্ষার্থী সিয়াম হোসেন (১৪) নওগাঁ জেলার মান্দা উপজেলা চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শনিবার বিকেল থেকে সিয়ামকে না পেয়ে শিক্ষকরা চারদিকে খোাঁজাখুঁজি করেন এবং তার পরিবারকে জানান। শনিবার সকালে একজন শিক্ষক মাদ্রাসার তৃতীয় তলার একটি টয়লেট দীর্ঘ সময় ভেতর থেকে বন্ধ এবং ওপরে দড়ি টানানো দেখতে পেয়ে সকলকে খবর দেন। পরে মাদ্রাসার শিক্ষকরা নাটোর থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এখনো এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি। তবে এর পেছনে বড় ধরনের কোনো রহস্য রয়েছে কি না তা খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা ছাত্রের অভিভাবকরা। পুলিশ জানিয়েছে সকল পক্ষের সাথে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।