নবম উইকেটে এসেও বড় স্বপ্ন বুনছে টাইগাররা

খেলা ৩০ এপ্র ২০২৫

নবম উইকেটে এসেও বড় স্বপ্ন বুনছে টাইগাররা:

ডেস্ক রিপোর্ট: অনেকদিন পর আজ নিজেদের দিন বলে কথা। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে নবম উইকেটে এসেও দারুণ এক জুটি গড়ে দেখালো বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিবের জুটিতে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটিতে এগিয়ে চলছে স্বাগতিকরা। এরই মধ্যে দলীয় সংগ্রহ ৪০০ পেরিয়ে গেছে। ততক্ষণে প্রথম সেশনের খেলা শেষ। ম্যাচের ১১৪ ওভারের খেলা শেষে ৮ উইকেটে ৪০৪ রান করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। মিরাজ ৭৬ আর তানজিম সাকিব অপরাজিত ২৯ রানে। টাইগারদের লিড এখন ১৭৭ রানের। আজ বুধবার (৩০ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাত্র ২.৪ ওভার খেলা হতেই বৃষ্টি নামে। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন ক্রিকেটাররা। ভক্তদের জন্য সুসংবাদ- গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৫-১৬ মিনিটের বৃষ্টির পর ফের খেলা শুরু হয়েছে। বৃষ্টি থামার পর যথারীতি ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ দলের দুই অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। অষ্টম উইকেটে মিরাজ ও তাইজুলের পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে লিড বাড়াচ্ছিলো বাংলাদেশ। ৬৩ রানের মাথায় এই জুটি ভেঙেছেন মাসেকেসা। তাইজুলকে উইকেটরক্ষক তাফাদজওয়া সিগার হাতের ক্যাচ বানান তিনি। ৩৪২ রানে ৮ উইকেটের পতন হয় বাংলাদেশের। ৪৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন তাইজুল। আগে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় সফরকারী জিম্বাবুয়ে।

ট্যাগ