নরেন্দ্র মোদির নতুন ব্যক্তিগত সচিব কে এই নিধি তিওয়ারি?
নরেন্দ্র মোদির নতুন ব্যক্তিগত সচিব কে এই নিধি তিওয়ারি?:
ডেস্ক রিপোর্ট:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ব্যক্তিগত সচিব হলেন আইএফএস অফিসার নিধি তিওয়ারি। ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ২০১৪ সালের ব্যাচে উত্তীর্ণ অফিসার নিধি। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর অফিস (পিএমও)-র ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত রয়েছেন। আজ সোমবার (৩১ মার্চ) কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (ডিওপিটি) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার (২৯ মার্চ) কর্মী ও গণঅভিযোগ সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জারি নির্দেশিকা অনুসারে, নতুন দায়িত্ব দেওয়া হল নিধি তিওয়ারিকে। এতে বলা হয়, তিওয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তার মেয়াদ বর্তমান প্রশাসনের মেয়াদের সাথে অথবা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সংযুক্ত থাকবে। ২০১৩ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি ৯৬ তম স্থান অর্জন করেন এবং ভারতীয় পররাষ্ট্র পরিষেবায় যোগদানের আগে প্রাথমিকভাবে বারাণসীতে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ২০২৩ সালের ৬ জানুয়ারি থেকে ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন নিধি তিওয়ারি। ২০২২ সালে আন্ডার সেক্রেটারি হিসেবে তাঁকে পিএমও-তে নিয়োগ করা হয়েছিল। আর এবার সরাসরি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পেলেন নিধি। বারাণসীর মেহমুরগঞ্জে বাড়ি নিধির। ২০১৪ ব্যাচের এই আইএফএস অফিসার বারাণসীর মাহমুরগঞ্জ এলাকার বাসিন্দা। যে এলাকাটি ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী মোদির লোকসভা কেন্দ্র।