পাইরেসি বন্ধে বিশেষ বার্তায় ৪ পরামর্শ দিলেন শাকিব খান
পাইরেসি বন্ধে বিশেষ বার্তায় ৪ পরামর্শ দিলেন শাকিব খান:
ডেস্ক রিপোর্ট:
প্রতিবারের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। তবে জানা গেছে মুক্তির পরই সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে। সিমেমাপ্রেমীরা যখন প্রেক্ষাগৃহে গিয়ে ‘বরবাদ’ দেখছেন তখন কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’ এর পাইরেসি। বর্তমান সময়ে পাইরেসির সফটওয়্যার, মুভি, মিউজিক, বই এবং গেমসের ব্যাপকভাবে বিতরণ ও ডাউনলোড করা হচ্ছে। যা সৃষ্টিশীল শিল্প ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পাইরেসিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে শাকিব খান। স্ট্যাটাসে শাকিব সবাইকে পাইরেসিকে রুখে দিতে এগিয়ে আসতে বলেন। এরজন্য ৪টি কাজের পরামর্শও দেন। এগুলো হলো- ১। বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। ২। আবেগতাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকতে হবে। ৩। প্রেক্ষাগৃহে কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করতে হবে। ৪। প্রয়োজনে কর্তৃপক্ষকে তা জানাতে হবে। সবশেষে শাকিব স্ট্যাটাসে লেখেন, দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ সুতরাং পাইরেসিকে না বলুন।