পাসপোর্টে ফিরলো ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ বাক্যটি
পাসপোর্টে ফিরলো ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ বাক্যটি:
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সরকারের নির্দেশনায় আবারও পাসপোর্টে যুক্ত হয়েছে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ বাক্যটি। এই পরিবর্তনের ফলে বাংলাদেশের কোনো নাগরিক এখন পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না, এমনটা নিশ্চিত করা হলো। ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই বাক্যটি পাসপোর্ট থেকে বাদ দিয়েছিল। তবে চার বছর পর আবারও এ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনলো অন্তর্বর্তী সরকার। খবরটি প্রথমে প্রকাশ করে বার্তা সংস্থা এএফপি, যা পরবর্তীতে তুলে ধরে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসরায়েল একটি সংবেদনশীল ও অস্বীকৃত রাষ্ট্র হিসেবে বিবেচিত। ফলে সরকারের এই সিদ্ধান্ত দেশটির দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতাই বহন করছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ জানান, ‘ইসরায়েল বাদে’ নিষেধাজ্ঞা পুনঃস্থাপনের জন্য গত সপ্তাহেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত আসে এমন এক সময়, যখন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি জুতাপেটা করার ঘটনাও উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে, বিশেষ করে টাইমস অব ইসরায়েল ও এপির প্রতিবেদনে। বাংলাদেশ এখনও পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং দীর্ঘদিন ধরেই দেশটির নাগরিকদের সেখানে ভ্রমণ নিষিদ্ধ। পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বাক্যটি ফিরিয়ে এনে সেই অবস্থান আরও একবার জোরালো করলো বাংলাদেশ।