পহেলা বৈশাখে ঢাবি ও শাহবাগ মেট্রোস্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে

১৩ এপ্র ২০২৫

পহেলা বৈশাখে ঢাবি ও শাহবাগ মেট্রোস্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে:

ডেস্ক রিপোর্ট: বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে। আজ রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে জানানো হয়, নববর্ষ উদযাপনকালে জননিরাপত্তার স্বার্থে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং শাহবাগ মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে, গত ১১ এপ্রিল (শুক্রবার) ঢাবি প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, পহেলা বৈশাখে ঢাবি ও শাহবাগ মেট্রোস্টেশনে কোনো বিরতি থাকবে না। তবে নিরাপত্তার কারণেই শেষ পর্যন্ত দুই স্টেশন দুপুর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সংবাদ সম্মেলনে ঢাবি কর্তৃপক্ষ আরও জানায়, মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শাহবাগ ও ঢাবি স্টেশন বন্ধ থাকবে। বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণ বিশ্ববিদ্যালয় এলাকায় বৈশাখ উদযাপনে অংশ নিতে পারলেও, এর পর থেকে সাধারণের প্রবেশ সীমিত থাকবে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, এবারের নববর্ষের আয়োজনে প্রতিবাদের ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিশেষভাবে গুরুত্ব পাবে। তিনি জানান, এবার ২৮টি আদিবাসী জাতিগোষ্ঠী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এই আয়োজনে অংশ নিচ্ছে। অন্যদিকে, বরাবরের মতো মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে এবারের শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। সার্বিকভাবে নিরাপত্তা ও সাংস্কৃতিক আবহের সমন্বয়ে বৈশাখ উদযাপনকে সফল করে তুলতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিত উদ্যোগ নিচ্ছে।