ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় প্রাণ গেল কলেজছাত্রের

অপরাধ ২৯ মার্চ ২০২৫

ফেসবুকে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় প্রাণ গেল কলেজছাত্রের:

ডেস্ক রিপোর্ট:

শেরপুরে নালিতাবাড়ীর নয়াবিল এলাকায় ফেসবুক স্ট্যাটাসে হা হা রিঅ্যাক্ট দেওয়ার জেরে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৯ মার্চ) পৌনে ১২টার দিকে নালিতাবাড়ীর নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে। নিহত আবু নাঈম (১৭) নয়াবিল এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং সে একজন স্কুলছাত্র বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক সবুজ মিয়া (১৮) আন্ধারুপাড়া এলাকার ভুট্টো মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সবুজের ফেসবুক স্ট্যাটাসে হা হা রিঅ্যাক্ট করে প্রতিবেশী গ্রামের স্কুলছাত্র আবু নাঈম। সবুজের স্ট্যাটাসে হা হা রিঅ্যাক্টের জেরে মেসেঞ্জারে দুজনের ঝগড়া হয়। শনিবার দুপুরে নাঈমকে নয়াবিল বাজারে পেয়েই তার বুকে ছুরিকাঘাত করে সবুজ। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন নাঈমকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌনে ১২টার দিকে ছুরিকাঘাতের ঘটনার পরপরই গুরুতর আহত নাঈমকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ছুরিকাঘাতকারী কিশোর সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি জানান, নালিতাবাড়ীর নয়াবিল এলাকায় বাড়ি হলেও সবুজ গাজীপুরে থাকতো। প্রায় এক মাস আগে সবুজের একটি ফেসবুক স্ট্যাটাসে আবু নাঈম হা হা রিঅ্যাক্ট দেওয়ায় গাজীপুর থেকে ঈদের ছুটিতে বাড়ি আসার পর সবুজ এ ঘটনা ঘটায়।

ট্যাগ