পৃথিবীতে ফিরে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি সুনিতা ও বুচ

বিশ্ব ২ এপ্র ২০২৫

পৃথিবীতে ফিরে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি সুনিতা ও বুচ:

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর দীর্ঘ নয় মাস মহাকাশে কাটানোর পর ১৮ মার্চ পৃথিবীতে ফিরে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার (১ এপ্রিল) নাসার জনসন স্পেস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা তাঁদের অভিজ্ঞতা ও স্টারলাইনার মিশন নিয়ে বিস্তারিত জানান। নাসা ও স্পেসএক্সের যৌথ মিশন ‘ক্রু-১০’-এর অংশ হিসেবে তাঁরা মহাকাশে গিয়েছিলেন মাত্র আট দিনের জন্য। তবে মহাকাশযানের ত্রুটির কারণে তাঁরা দীর্ঘ সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) আটকে ছিলেন। তাঁদের ফেরানো নিয়ে রাজনৈতিক বিতর্কও দেখা দেয়। তবে অবশেষে ১৪ মার্চ নাসা ও স্পেসএক্স নতুন একটি মিশন পরিচালনা করে তাঁদের ফিরিয়ে আনে। সংবাদ সম্মেলনে সুনিতা উইলিয়ামস বলেন, ‘আমরা ফিরেই আসতাম, আমার মনে হয়, এটা মানুষের জানা উচিত। শেষমেশ আমরা ফিরেও এসেছি। এখন আমাদের এ ঘটনা সবাইকে জানাতে হবে…কারণ, এটি একটি অনন্য ঘটনা। এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে।’ সুনিতা স্বীকার করেছেন, স্টারলাইনারের পরীক্ষামূলক মিশনে যে আলাদা কিছু একটা হবে, তা তাঁরা জানতেন। কিন্তু তাঁদের বিষয়ে মানুষের এত প্রত্যাশা থাকবে, মানুষ এত মনোযোগ দেবে, তা তাঁরা কেউই আশা করেননি। এই যাত্রায় আগ্রহের পরিমাণ দেখে তিনি ও বুচ উইলমোর অত্যন্ত সম্মানিত এবং বিনীত বোধ করছেন। তিনি আরও বলেন, "আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রশিক্ষণ নিয়েছি, বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছি এবং অবশেষে সফলভাবে ফিরেছি।" বুচ উইলমোর বলেন, "স্টারলাইনার অত্যন্ত সক্ষম যান। আমরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছি, সেগুলো ঠিক করে এটি আরও উন্নত করা হবে। ভবিষ্যতে সুযোগ পেলে আমরা আবার এটি চালাতে চাই। বোয়িং ও নাসা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আন্তরিকতার সঙ্গে এগিয়ে যাব।" গত জুনে মহাকাশ স্টেশনে আটকে পড়া নিয়ে বিতর্কের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক অভিযোগ করেছিলেন, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক কারণে সুনিতা ও উইলমোরকে মহাকাশ স্টেশনে ফেলে রেখেছিলেন। অবশেষে, ১৮ মার্চ বাংলাদেশ সময় রাত ৩টা ৫৭ মিনিটে, তাঁদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাস্যুটের সাহায্যে ফ্লোরিডা উপকূলের কাছে সমুদ্রে অবতরণ করে। তাঁদের উদ্ধার করে নাসার দল।

ট্যাগ