পূর্ব শত্রুতার জেরে দুই চোখ হারালো যুবক
পূর্ব শত্রুতার জেরে দুই চোখ হারালো যুবক:
ডেস্ক রিপোর্ট: ভোলার বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জেরে মো. হাসান (২৩) নামে এক যুবককে গণধোলাই দিয়ে দুই চোখ তুলে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় গ্রামবাসীর বিরুদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) রাতে বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছিটকি বাজারের পাশের কোট বাড়িতে ঘটনা ঘটে। তিনি ওই একই গ্রামের হাওলাদার বাড়ির মো রতন মাঝির ছেলে। হাসানের বাবা রতন মাঝি অভিযোগ করে বলেন, গত বুধবার ২ এপ্রিল রাতে হাসানের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি হয় ও মারামারি হয়। ওইসব ঘটনার পর তারা হাসানকে মাদক ব্যবসায়ী ও ডাকাত আখ্যা দিয়ে মেরে ফেলার চক্রান্ত করেন। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় হাসানকে মোবাইলে কল করে বাড়ি থেকে ডেকে নিয়ে ছিটকি বাজারের পাশের কোট বাড়ির আলাউদ্দিনের বিল্ডিংয়ের ভেতরে নিয়ে অন্তত ২০-২৫ জন মিলে এলোপাতাড়ি মারধর এবং ছুরিকাঘাত করে। এক পর্যায়ে তারা ছুরি দিয়ে হাসানের দুই চোখ তুলে ফেলেন। পরে খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থা আরও খারাপ হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, যারা আমার ছেলের দুই চোখ তুলে ফেলেছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই। যেন দেশে আর কারও ছেলের সঙ্গে এমন না হয়। বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।