রক্তাক্ত বৈশাখের ২৪ বছর: শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার

অপরাধ ১৪ এপ্র ২০২৫

রক্তাক্ত বৈশাখের ২৪ বছর: শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার:

ডেস্ক রিপোর্ট: ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা। ফাইল ছবি রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ২০০১ সালের ভয়াবহ বোমা হামলার ২৪ বছর পেরিয়ে গেলেও বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার বিচার আটকে আছে আত্মপক্ষ সমর্থনের ধাপে। ঘটনায় নিহত হয়েছিলেন ১০ জন, আহত হন বহু মানুষ। হামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সম্পৃক্ততা পাওয়ায় ১৪ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে কয়েকজন এখনো পলাতক। হত্যা মামলার বিচার শেষ হয়ে হাইকোর্টে চূড়ান্ত রায় ঘোষণার অপেক্ষায়। অপরদিকে, বিস্ফোরক মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হলেও আসামিদের হাজির না করতে পারায় বিচার অগ্রসর হচ্ছে না। বর্তমানে ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। আগামী ২৪ এপ্রিল দিন ধার্য থাকলেও বিচার এগোবে কি না, সে বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে। ২০১৪ সালে মুফতি হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হলেও, সময় গড়ালেও শেষ হচ্ছে না আইনি প্রক্রিয়া। একাধিক বেঞ্চ পরিবর্তনের মধ্য দিয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত রায় আসেনি বিস্ফোরক মামলায়। রাষ্ট্রপক্ষ আশা করছে, হাইকোর্টের রায়ে বিচারিক আদালতের দেওয়া সর্বোচ্চ শাস্তিই বহাল থাকবে।

ট্যাগ