রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানানো উচিত: ফিলিপ্পো গ্র্যান্ডি

২৯ এপ্র ২০২৫

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানানো উচিত: ফিলিপ্পো গ্র্যান্ডি:

ডেস্ক রিপোর্ট: রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বছরের পর বছর মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ও এর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। তবে তিনি উদ্বেগ জানিয়ে বলেন, রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পে কোনো কাজ নেই, তারা সম্পূর্ণরূপে মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল। যা তাদের জীবনযাপনকে ক্রমশ অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে। এসব শরণার্থীদের অর্ধেকের বয়স ১৮ বছরের কম। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বিবৃতিতে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ‘বাংলাদেশ বহু বছর ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। এই মানবিক ভূমিকার জন্য বাংলাদেশ ও এর জনগণকে আমাদের ধন্যবাদ জানানো উচিত।’ তিনি আরও বলেন, বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে এবং শরণার্থীদের সম্মানজনক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭ লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান জানালেও এখনো তার বাস্তবায়ন হয়নি।