সানি নয়, ‘জাট’ সিনেমার জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে?
সানি নয়, ‘জাট’ সিনেমার জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে?:
ডেস্ক রিপোর্ট: লম্বা বিরতি শেষে ২০২৩ সালে ‘গদর’-এর সিকুয়েল ‘গদর ২’ নিয়ে হাজির হন সানি দেওল। সে সময় সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। মূলত এরপরই তাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন দর্শক, পরিচালক, প্রযোজকেরা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সানি দেওল অভিনীত সিনেমা ‘জাট’। এই সিনেমা দিয়ে তিনি আবারও নিজের জাত চেনালেন। ৬৭ বছর বয়সেও যে ফিরে আসা যায়, সেটি বুঝিয়ে দিলেন এই অভিনেতা। সিনেমায় তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। ইতোমধ্যেই বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছে ‘জাট’। তবে জানলে অবাক হবেন সানি অভিনীত এই ছবিটি প্রথমে করার কথা ছিল অন্য এক অভিনেতার। পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে? গত ১০ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত ‘জাট’। গোপিচাঁদ মালিনেনি পরিচালিত এই ছবিটি ইতোমধ্যেই বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছে। সিনেমায় অভিনেতার ‘ঢাই কিলো কা হাত’ ডায়লগটি ফের তৈরি করেছে নস্টালজিয়া। তবে জানলে অবাক হয়ে যাবেন, যে চরিত্রে অভিনয় করে সানি এতটা সাফল্য অর্জন করলেন সেই চরিত্রেই নাকি অভিনয় করার কথা ছিল অন্য এক অভিনেতার। পরিচালক গোপিচাঁদ প্রথম অন্য এক দক্ষিণি অভিনেতাকে এই ছবির জন্য বেছে নিয়েছিলেন। সম্প্রতি এক্স হ্যান্ডেলে গোপিচাঁদ একটি টুইট করে লেখেন, সানি নয়, ‘জাট’ ছবির জন্য তিনি প্রথমে বেছে নিয়েছিলেন নন্দমুরি বালাকৃষ্ণকে। নন্দমুরি এই সিনেমায় অভিনয় করার জন্য রাজিও হয়েছিলেন। সিনেমাটিতে রয়েছে তারকাখচিত কাস্ট—রেজিনা ক্যাসান্দ্রা, রণদীপ হুদা, বিনীত কুমার সিং, সায়ামি খের, রম্যা কৃষ্ণন এবং জগপতি বাবু।