সাতদিনে অবৈধ জাল-মাছসহ ১৭২ জনকে ধরল নৌ পুলিশ
সাতদিনে অবৈধ জাল-মাছসহ ১৭২ জনকে ধরল নৌ পুলিশ:
ডেস্ক রিপোর্ট: নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ১৭২ জনকে আটক করা হয়েছে। দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী অভিযানগুলো পরিচালনা করছে। এর অংশ হিসেবে গত সাত দিনে মোট দুই কোটি ৩০ লাখ ৬১ হাজার ৭৩১ মিটার অবৈধ জাল, পাঁচ হাজার একশত পঁচিশ কেজি মাছ, ছয় লাখ ৪৫ হাজার পিস বাগদা রেণু পোনা, ১৫ লাখ তিন হাজার একশ পিস বিভিন্ন রেনু পোনা, তিনশ কেজি পাঙ্গাস মাছের পোনা, তিনশ পঁচাশি কেজি জেলীযুক্ত চিংড়ী মাছ জব্দ করা হয়। এছাড়া নদী থেকে ৮৭টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৩৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং তিনটি ড্রেজার জব্দ করা হয়। গত এই অভিযানে ১৭২ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং ৩১টি মৎস্য, পাঁচটি বেপরোয়া, দুইটি হত্যা, একটি বালুমহাল, নয়টি অপমৃত্যু, একটি ডাকাতির প্রস্তুতি, একটি সরকারি কাজে বাধা, একটি খুনসহ ডাকাতি, একটি আত্মহত্যার প্ররোচনা এবং একটি অন্যান্য মামলাসহ মোট ৫৩টি মামলা দায়ের করা হয় এবং ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়। উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।