সৌদির সাথে মিল রেখে গাজীপুরে ঈদ উদযাপন
সৌদির সাথে মিল রেখে গাজীপুরে ঈদ উদযাপন:
ডেস্ক রিপোর্ট:
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে গাজীপুরের একটি গ্রামের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মার্চ) সকাল সাতটার দিকে এই নামাজ অনুষ্ঠিত হয়। যেখানে কয়েকটি পরিবারের সদস্যরা অংশ নেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুসল্লিরা নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে মোনাজাত করা হয়। এ সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। নামাজ শেষে সবাই পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। স্থানীয় সূত্র জানায়, গাজীপুর জেলার সদর উপজেলার ডগরি এলাকায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে কয়েকটি পরিবার ঈদ উল ফিতর উদযাপন করছে। এরই অংশ হিসাবে তারা স্থানীয় একটি মসজিদে জামাতের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। রোববার সকাল সাতটার দিকে এই নামাজ অনুষ্ঠিত হয়। এসময় বেশ কয়েকটি পরিবারের সদস্যরা এতে অংশ নেন। স্থানীয়ভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালনের এই ধারা বেশ কয়েক বছর ধরেই চলছে বলে জানিয়েছেন মুসল্লিরা। নামাজ পর দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া কামনা মুসল্লিরা। নামাজের পরে সকল মুসল্লীরা একসাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।