সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন:
ডেস্ক রিপোর্ট:
পিরোজপুরের মঠবাড়িয়া, নাজিরপুর ও কাউখালী উপজেলার দশ গ্রামের সহস্রাধিক পরিবার ঈদ উদযাপন করছে। সৌদির সঙ্গে মিল রেখে এসব এলাকার বাসিন্দারা রোজা শুরু করেন, সেই হিসেবে আজ ওইসব এলাকার মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাচিড়া, বাদুরতলী ও চড়কগাছিয়া গ্রামের ৭ শতাধীক পরিবার, কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের ৪০টি পরিবার, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৭০টি পরিবার এবং সদর উপজেলার কিছু পরিবার ঈদ উদযাপন করছে। সকালে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়িতে একই উপজেলার কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদার বাড়িতে এবং কাউখালীর শিয়ালকাঠীর মোল্লাবাড়ি জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় । স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নাড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মরহুম হজরত মাওলানা জান শরিফ ওরফে শাহে আহম্মদ আলীর অনুসারী মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের পূর্ব সাপলেজা, ভাইজোড়া, কচুবাড়িয়া, খেতাছিড়া, বাদুরতলী ও চড়কগাছিয়া গ্রামের কয়েক’শ পরিবার ১৩১ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা, ঈদ-উল- ফিতর ও ঈদ-উল-আজহা পালন করে আসছে।