স্বর্ণের দামে নতুন রেকর্ড, এখন পর্যন্ত সর্বোচ্চ
স্বর্ণের দামে নতুন রেকর্ড, এখন পর্যন্ত সর্বোচ্চ:
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে স্বর্ণের দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। বড় উত্থানের পর বড় দরপতন, আবার তার পরপরই বড় উত্থান—এই ধারায় চলতে থাকা দামের ওঠানামার মধ্যে বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। মার্চের শেষের দিকে ট্রাম্প প্রতিটি দেশের জন্য আলাদা শুল্ক আরোপের ইঙ্গিত দিলে স্বর্ণের দাম এক লাফে ৩ হাজার ১৫০ ডলার ছাড়িয়ে যায়। পরে ট্রাম্প শুল্কের আনুষ্ঠানিক ঘোষণা দিলে দাম পড়ে যায়। এরপর চীন পাল্টা শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রও প্রতিক্রিয়ায় আরও শুল্ক আরোপ করে, যার পরপরই স্বর্ণের দাম ফের বাড়তে থাকে। গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ২০০ ডলার ছোঁয়, যদিও পরবর্তীতে কিছুটা কমে আসে। তবে যুক্তরাষ্ট্র যখন আবার চীনের ওপর শুল্ক ২৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়, তখন থেকেই বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়তে শুরু করে। বাংলাদেশ সময় বিকেল ৪টা নাগাদ প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৩০৫ ডলার ৩৫ সেন্টে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।