শেষ ৭ মিনিটে অবিশ্বাস্য ইউনাইটেড, ৯ গোলে রূপকথার ম্যাচ

খেলা ১৮ এপ্র ২০২৫

শেষ ৭ মিনিটে অবিশ্বাস্য ইউনাইটেড, ৯ গোলে রূপকথার ম্যাচ:

ডেস্ক রিপোর্ট:

ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্রাফোর্ডে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রূপকথার গল্পের জন্ম দিলো। অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের এই লড়াই থেকে দর্শকদের চোখ সরানোর কোনো উপায় রাখেননি দুই দলের ফুটবলাররা। জমজমাট লড়াইয়ে কখনো ইউনাইটেড এগিয়েছে, কখনো লিও। দুই দলই ঘুরে দাঁড়িয়েছে হারের দ্বারপ্রান্ত থেকে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে অবশ্য ম্যানইউ। শেষ ৭ মিনিটের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৯ গোলের লড়াইয়ে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। বৃহস্পতিবার ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে লিওকে ৫-৪ গোলে হারিয়েছে ম্যানইউ। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে উঠেছে ইউনাইটেড। দুদলের প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ঘরের মাঠে শুরুটা দারুণ হয় ইউনাইটেডের। গোল উৎসবের শুরুটা করেন মানুয়েল উগার্তে। আলেহান্দ্রো গারনাচোর পাস থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন উরুগুয়ের এই মিডফিল্ডার। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো দালোত। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধেও খেলা নিয়ন্ত্রণে ছিল ইউনাইটেডেরই। তবে ৭০ মিনিটের পরই হুট করে নাটকীয় মোড় নেয় এই লড়াই। ৭১ মিনিটে তোলিসো হেডে ব্যবধান কমানোর ৬ মিনিট পর সমতা টানেন নিকোলাস তাগলিয়াফিকো। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে লেনি ইয়োরোকে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফরাসি মিডফিল্ডার তোলিসো। ১০ জনের দল নিয়ে অতিরিক্ত সময়ে গিয়েও অপ্রতিরোধ্য ছিল লিও। ১০৪ মিনিটে হায়ান শের্কি বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন। ১০৯ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান আরও বাড়ান লাকাজেত। ইউনাইটেডের সেমিফাইনালের আশা তখন নিভু নিভু করছিল। তবে নাটকীয় ম্যাচের মূল নাটক তো তখনও শুরুই হয়নি। কাসেমিরো ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় ইউনাইটেড এবং ১১৪ মিনিটে সফল স্পট কিকে নিভতে বসা আশা জাগিয়ে তোলেন ব্রুনো ফার্নান্দেজ। নির্ধারিত সময়ের একদম শেষ মিনিটে কাসেমিরোর পাস ধরে সমতা টানেন কোবি মাইনো। দুই লেগ মিলিয়ে তখন স্কোরলাইন দাঁড়ায় ৬-৬। অনেকেই ধরে নিয়েছিলেন ম্যাচ গড়াতে চাচ্ছে টাইব্রেকারে। তবে তখনও নাটকের শেষ হয়নি। অতিরিক্ত সময়েরও অতিরিক্ত সময়ে প্রতিপক্ষকে স্তব্ধ করে দিয়ে জয় ছিনিয়ে নেয় ইউনাইটেড। কাসেমিরোর ক্রসে গোলমুখে হেড করে দলকে জয় এনে দেন ম্যাগুইরে। আর সেই সঙ্গে উল্লাসে ফেটে পড়ে সমগ্র ওল্ড ট্রাফোর্ড। শ্বাসরুদ্ধকর জয় ইউনাইটেড ওঠে সেমিফাইনালে।

ট্যাগ