শুরুতে নেমে পাঁচ ব্যাটসম্যান মিলে ১৯, সিরিজও হারল পাকিস্তান

খেলা ২ এপ্র ২০২৫

শুরুতে নেমে পাঁচ ব্যাটসম্যান মিলে ১৯, সিরিজও হারল পাকিস্তান:

ডেস্ক রিপোর্ট:

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৯২ রান তাড়া করতে নেমে পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটসম্যান করেছে সবমিলেয়ে ১৯ রান। শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের প্রথম ৫ ব্যাটসম্যানের স্কোর- আবদুল্লাহ শফিক ১, ইমাম-উল-হক ৩, বাবর আজম ১, মোহাম্মদ রিজওয়ান ৫, সালমান আগা ৯। আজ বুধবার (২ এপ্রিল) ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও তাড়া করতে নামা পাকিস্তান অলআউট হয়েছে ৪১ ওভার ২ বলে ২০৮ রানে। এই ওয়ানডেটা পাকিস্তান হেরেছে আসলে ১২ ওভারের মধ্যেই। ১১ ওভার ৪ বলে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ৩২। এখান থেকে পাকিস্তান যে শেষ পর্যন্ত ২০৮ করতে পেরেছে। বাকিটা নিউজিল্যান্ডের সিরিজ জয়ের গল্প। নেপিয়ারে প্রথম ম্যাচ ৭৩ রানে জেতার পর আজ হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচেও ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ ওয়ানডে সিরিজও নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৯২/৮ (হে ৯৯*, আব্বাস ৪১, কেলি ৩১, নিকোলস ২২; সুফিয়ান ২/৩৩, ওয়াসিম ২/৭৮)। পাকিস্তান: ৪১.২ ওভারে ২০৮ (ফাহিম ৭৩, নাসিম ৫১, তাহির ১৩, সুফিয়ান ১৩*; শিয়ার্স ৫/৫৯, ডাফি ৩/৩৫)। ফল: নিউজিল্যান্ড ৮৪ রানে জয়ী। ম্যাচসেরা: মিচেল হে (নিউজিল্যান্ড)। সিরিজ: তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে এগিয়ে।

ট্যাগ