শ্যামনগরে ৫ মোটরসাইকেল চোরসহ নয়টি গাড়ি জব্দ
শ্যামনগরে ৫ মোটরসাইকেল চোরসহ নয়টি গাড়ি জব্দ:
ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা আবু বক্কর সিদ্দিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদের আটক করা হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। শ্যামনগর থানা পুলিশ অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতা আবু বক্কর সিদ্দিক (৫৫) এবং তার সহযোগী শাহাজাহান গাজী (৩৫), মোস্তাফিজুর রহমান নান্নু (৩৫), আতিকুর রহমান সাজু (৩৮) ও সালাউদ্দিন গাজী (৩৮)-কে আটক করে। আসামি সালাউদ্দিন গাজীর বিরুদ্ধে ১৫ টি, আবু বক্কর সিদ্দিক গাজীর বিরুদ্ধে ২৭ টি, মোস্তাফিজুর রহমান নান্নুর বিরুদ্ধে ০৩ টি, আতিকুর রহমান সাজুর বিরুদ্ধে ০৩ টি এবং শাহাজাহান গাজীর বিরুদ্ধে ০৩ টি মামলা রয়েছে। শাহাজাহান গাজী আত্মসমর্পণকৃত বনদস্যু। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, মোটরসাইকেল চুরি সংক্রান্ত একটি মামলার সূত্র ধরে প্রথমে সালাউদ্দিন গাজীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পর্যায়ক্রমে পুরো চক্রকে গ্রেপ্তার করা হয় এবং চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের মধ্যে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২৭টি, সালাউদ্দিন গাজীর বিরুদ্ধে ১৫টি এবং বাকিদের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে। উদ্ধারকৃত নয়টি মোটরসাইকেলের মধ্যে তিনজন প্রকৃত মালিককে শনাক্ত করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদের গাড়ি ফেরত দেওয়া হয়েছে। বাকি মোটরসাইকেলগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।