সিরাজগঞ্জে জমি দখল নিয়ে বিএনপির সংঘর্ষে নিহতের ঘটনায় দুজনের পদ স্থগিত
সিরাজগঞ্জে জমি দখল নিয়ে বিএনপির সংঘর্ষে নিহতের ঘটনায় দুজনের পদ স্থগিত:
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের শাহজাদপুরে জমির দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মদিন মোল্লা (৫৫) নামে একজন নিহত হয়েছে। সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। এ ঘটনায় বিএনপির স্থানীয় দুই সাবেক নেতার দলীয় সদস্য পদ স্থগিত করা হয়েছে। একই সাথে যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতার পদও স্থগিতের জন্য যুবদল ও ছাত্রদল জেলা বিএনপির কাছে সুপারিশ করেছেন। রোববার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত হওয়া দুজন হলো- শাহজাদপুর রুপবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন লিটন ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সেখ। স্থগিতের সুপারিপ্তপ্রাপ্তরা হলো-রুপবাটি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সেখ ও একই ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ইনজাজাম সেখ। এছাড়া সংঘর্ষের ঘটনা তদন্তে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে আহ্বায়ক, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদকে সসদস্য করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মদিন মোল্লা বড়ধুনাইল গ্রামের শফির মোল্লার ছেলে। জানা যায়, উপজেলার রূপবাটি ইউনিয়নের বড়ধুনাইল গ্রামে ১৫০ বিঘা সরকারি খাসজমি দখলে নেওয়াকে কেন্দ্র করে জাফর গ্রুপ ও রাজ্জাক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শনিবার ও রোববার দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। রোববার সকালে সংঘর্ষ চলাকালে মদিন মোল্লাসহ অনন্ত ২০জন আহত হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় ঘটনাস্থলেই মদিন মোল্লা মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, সংঘর্ষের ঘটনায় মদিন মোল্লা মারা যায়। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলায় হয়নি।