সোমবার বাংলাদেশে ঈদ, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পূর্বাভাস
সোমবার বাংলাদেশে ঈদ, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পূর্বাভাস:
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। শনিবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।
এদিকে, বাংলাদেশে চাঁদ দেখা সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রোববার (৩০ মার্চ) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭) বা ফ্যাক্স (০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১) নম্বরে তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও অবহিত করা যাবে। উল্লেখ্য, সৌদি আরব ও অন্যান্য আরব দেশে শনিবার শাওয়াল মাসের চাঁদের অনুসন্ধান করা হলেও সেখানে চাঁদ দেখার সম্ভাবনা নেই বলে জানিয়েছিল এই আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। তাদের বিশ্লেষণ অনুযায়ী, সৌদি আরবসহ আরব বিশ্বে সোমবারই ঈদ উদযাপিত হবে। বাংলাদেশেও একই দিনে ঈদ হলে তা একযোগে উদযাপনের দিকেই ইঙ্গিত দিচ্ছে।