সরকারকে সহযোগিতা করায় দেশের সবার প্রতি কৃতজ্ঞতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজনীতি ১৫ এপ্র ২০২৫

সরকারকে সহযোগিতা করায় দেশের সবার প্রতি কৃতজ্ঞতা: স্বরাষ্ট্র উপদেষ্টা:

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রথমবারের মতো সবার অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে সবাই বৈশাখ পালন করেছে। বাঙালি ছাড়াও অন্য জাতিগোষ্ঠীর মানুষ বৈশাখ উদযাপন করেছে এবার। মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি উৎসব পালনে। দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা, তারা সরকারকে সহায়তা করেছে। এর আগে সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

ট্যাগ