ট্রাম্পের নতুন শুল্কারোপ নিয়ে বিশ্বনেতারা কে কী বলছেন
ট্রাম্পের নতুন শুল্কারোপ নিয়ে বিশ্বনেতারা কে কী বলছেন:
ডেস্ক রিপোর্ট:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন আমদানি শুল্কের সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বনেতারা সরব হয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজসহ একাধিক মিত্রদেশের নেতারা এই পদক্ষেপের সমালোচনা করেছেন। ট্রাম্পের এ শুল্কারোপকে অনেক দেশ ‘বাণিজ্যযুদ্ধ’ হিসেবে দেখছে। স্থানীয় সময় বুধবার বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন এ নীতির ঘোষণা দেন তিনি। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সমবেত অতিথিদের সামনে বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, ‘আজ খুব ভালো খবর আছে।’ করতালির মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানানো হলেও বিশ্বনেতারা এই ঘোষণাকে ইতিবাচকভাবে নেননি। ৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর করা হবে। ৯ এপ্রিল থেকে ইইউ, চীনসহ বিশ্বের প্রায় ৬০টি দেশ এই উচ্চ শুল্কের আওতায় পড়বে। ট্রাম্পের মতে, এটি ‘যুক্তরাষ্ট্রকে আবারও ধনী করবে’। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ইইউর ওপর ২০ শতাংশ শুল্কারোপকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এটি কোনো পক্ষের (ইইউ ও যুক্তরাষ্ট্র) জন্যই ভালো হবে না। তবে তিনি বাণিজ্যযুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ এ শুল্কারোপকে ‘অন্যায্য’ বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এর জন্য সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে যুক্তরাষ্ট্রের জনগণ। তবে তিনি পাল্টা কোনো ব্যবস্থা নেবেন না বলে জানিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তাঁর সরকার স্পেনের কোম্পানি ও কর্মীদের সুরক্ষার ব্যবস্থা নেবে এবং ‘উন্মুক্ত বাণিজ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ থাকবে। আয়ারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী সিমন হ্যারিস সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছানোর পক্ষে কথা বলেছেন। তিনি মনে করেন, এটাই সামনের দিকে এগোনোর সেরা উপায়। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু বলেছেন, বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। তাঁর সরকার এই সংকট মোকাবিলার উপায় খুঁজবে বলে আশ্বাস দিয়েছেন।